menu-iconlogo
huatong
huatong
runa-laila-o-amar-bondhu-go-cover-image

O Amar Bondhu go ও আমার বন্ধু গো

Runa Lailahuatong
bojess1huatong
Lời Bài Hát
Bản Ghi
ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার

Iinterlude......

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

Interlude.......

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

তুমি আমারই..বলবো শতবার

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার

Interlude................

হাত দু'টি ধরেছি তোমার

মানবো না কোনো বাঁধা আজ

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ

হাত দু'টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আজ

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ।

তুমি আমারই হায় বলবো শতবার.

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মনজীল ভালোবাসার।

Nhiều Hơn Từ Runa Laila

Xem tất cảlogo

Bạn Có Thể Thích