menu-iconlogo
huatong
huatong
avatar

মিষ্টি মিষ্টি কথা কইয়া মন

S I Tutul/Dolyhuatong
rvg14huatong
Lời Bài Hát
Bản Ghi
মিষ্টি মিষ্টি কথা কইয়া

মন নিয়াছ কাড়িয়া

ভ্রমর যেমন খায় গো মধু

ফুলেতে আসন দিয়া

মিষ্টি মিষ্টি কথা কইয়া

মন নিয়াছ কাড়িয়া

ভ্রমর যেমন খায় গো মধু

ফুলেতে আসন দিয়া

দুই একটা দিন যায়না ভাল

লাগে শুধু গণ্ডগোল

আমার লাভের মাঝে....

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

সকল কথা যায়না বলা

বাড়লো দিগুন মনের জ্বালা

তোমার...কাছে...আসিয়া

নদীর বুকে যত পানি

তার ও বেশি প্রেশানি

তোমায় ভাল...বাসিয়া

সুখের আশায় প্রেম করিয়া

মনে হইল এখন ভুল

আমার লাভের মাঝে...

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

এমন রোগে ধরল মোরে

রইতে নারী আপন ঘরে

শুধু...তোমারও...লাগিয়া

এক দন্ড না দেখলে পরে

প্রাণটা জানি কেমন করে

যেন...গো যাই মরিয়া...

গেলাম দুজন আজ ডুবিয়া

যে সাগরে নাইগো কূল

আমার লাভের মাঝে...

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

মিষ্টি মিষ্টি কথা কইয়া

মন নিয়াছ কাড়িয়া

ভ্রমর যেমন খায়গো মধু

ফুলেতে আসন দিয়া

দুই একটা দিন যায়না ভাল

লাগে শুধু গণ্ডগোল

আমার লাভের মাঝে...

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

আমার লাভের মাঝে কি লাভ হইল

গলাতে কলঙ্কের ফুল

Thank you

Nhiều Hơn Từ S I Tutul/Doly

Xem tất cảlogo

Bạn Có Thể Thích