menu-iconlogo
huatong
huatong
avatar

Gorechhi Ami Bhalobasar Tajmahal

S M Sharathuatong
SAIFUL_ISLAM_007huatong
Lời Bài Hát
Bản Ghi
গড়েছি আমি ভালবাসার তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

তুমি ভুল করে ভেঙে দিও না

ভুল করে ভেঙে দিও না

গড়েছি আমি ভালবাসার তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

আকাশের সব নিল এনেছি আমি

তোমার চোখে রাখবো বলে

বাতাসের সব সুর সেদেছি আমি

তোমার গীতিকার লিখব বলে

তুমি মিথ্যে হয়ে আমার আশায়

মিথ্যে হয়ে আমার আশায় ধুলো দিও না

গড়েছি আমি ভালবাসার তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

পাহাড়ের কাছে গিয়ে চাইতে যে নেই

তোমার হৃদয়ের ফুল চেয়েছি

সাগরের কাছে গিয়ে হৃদয় ছিনে

হৃদয়ের ফুল দিয়ে মালা গেঁথেছি

তুমি দুঃখ হয়ে আমার এ সুখ

দুঃখ হয়ে আমার এ সুখ কেড়ে নিও না

গড়েছি আমি ভালবাসার তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

তুমি ভুল করে ভেঙে দিও না

ভুল করে ভেঙে দিও না

গড়েছি আমি ভালবাসার তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

====সবাইকে ধন্যবাদ====

গানটি সেভ করার পরে দয়া

করে একটি লাইক দিবেন ?

Nhiều Hơn Từ S M Sharat

Xem tất cảlogo

Bạn Có Thể Thích