menu-iconlogo
huatong
huatong
avatar

Jete Jete Ekla Pothe

Saawariya/Ranbir Kapoorhuatong
sentinels55_86huatong
Lời Bài Hát
Bản Ghi
Bengali lyric

যেতে যেতে একলা পথে

নিবেছে মোর বাতি।

ঝড় এসেছে, ওরে, এবার

ঝড়কে পেলেম সাথি।

আকাশ-কোণে সর্বনেশে

ক্ষণে ক্ষণে উঠছে হেসে

প্রলয় আমার কেশে বেশে

করছে মাতামাতি।

যে পথ দিয়ে যেতেছিলেম

ভুলিয়ে দিল তারে

আবার কোথা চলতে হবে

গভীর অন্ধকারে।

বুঝি বা এই বজ্ররবে

নূতন পথের বার্তা কবে

কোন্ পুরীতে গিয়ে তবে

প্রভাত হবে রাতি।

Nhiều Hơn Từ Saawariya/Ranbir Kapoor

Xem tất cảlogo

Bạn Có Thể Thích