menu-iconlogo
logo

বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে

logo
Lời Bài Hát
বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে

বৃষ্টিরে বৃষ্টি আইনা জোরে

ফিরে যাবো না আজকে ঘরে

বৃষ্টিরে বৃষ্টি আইনা জোরে

ফিরে যাবো না আজকে ঘরে

বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে

ভেজা শাড়িতে লজ্জা করে

বুকের ভেতরে করে টিপ, টিপ

টিপ, টিপ, টিপ

টিপ, টিপ, টিপ

টিপ, টিপ, টিপ বৃষ্টি পড়ে টিপ টিপ

বৃষ্টিরে বৃষ্টি আইনা জোরে

বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে

লজ্জাবতী, পাতার মতো

ছুইলে কেন গুটিয়ে যাও

তুমি কেন, পাগল এতো

যখন তখন জড়াতে চাও

এখন যেতে দাও দাওনা বিদায়

এই মন তোমাকে ছাড়তে না চাই

বুকের ভেতরে করে টিপ টিপ

টিপ, টিপ, টিপ

টিপ, টিপ, টিপ

টিপ, টিপ, টিপ বৃষ্টি পড়ে টিপ টিপ

বৃষ্টিরে বৃষ্টি আইনা জোরে

বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে

গানের শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

কাছে এসো, আরো কাছে

তুমি আরো আপন হও

সময় হলে, আসবো কাছে

এখন তুমি দুরেতে রও

গাছে ফুটেছে বাসরও ফুল

এমন নিলাজ হয়ে করো না ভুল

বুকের ভেতরে করে টিপ টিপ

টিপ, টিপ, টিপ

টিপ, টিপ, টিপ

টিপ, টিপ, টিপ বৃষ্টি পড়ে টিপ টিপ

বৃষ্টিরে বৃষ্টি আইনা জোরে

ফিরে যাবো না আজকে ঘরে

বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে

ভেজা শাড়িতে লজ্জা করে

বুকের ভেতরে করে টিপ টিপ

টিপ, টিপ, টিপ

টিপ, টিপ, টিপ

টিপ, টিপ, টিপ বিষ্টি পড়ে টিপ টিপ

বিষ্টিরে বিষ্টি আইনা জুড়ে

বিষ্টিরে বিষ্টি থেমে যারে

ধন্যবাদ সবাইকে

বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে của Sabina Yasmin/Agun Bristire Bristi Ayna Jore bangla song - Lời bài hát & Các bản Cover