menu-iconlogo
huatong
huatong
avatar

মন দিলাম প্রাণ দিলাম

Sabina Yasmin/Andrew Kishorehuatong
motokit9huatong
Lời Bài Hát
Bản Ghi

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার কাজল পাখি

ও আমার পরান পাখি

ও আমার কাজল পাখি..পরান পাখি

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি..ঘাটের মাঝি

দুনিয়া বলে, পাগল হয়েছি

আমি যে বলি, তোমার প্রেমে পড়েছি

তোমাকে আমি, কথা দিয়েছি

তোমারি নামের মালা গলাই পড়েছি

ইশারাতে দিবানিশি করো ডাকা ডাকি

ও আমার কাজল পাখি

ও আমার পরান পাখি

ও আমার কাজল পাখি..পরান পাখি

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি..ঘাটের মাঝি

নতুন নতুন আরো গান পেতে

গানে অবশ্যই লাইক চাই.....

যদি লাইক করতে না পারেন

দয়া করে আনলাইক করবেন না

লাজেরও আচল, কেড়ে নিওনা

যাবো যে মরে, হাতের ছোয়া দিওনা

ভ্রমরা আমি, সে কি জানো না

ফুলেরও মধু, নিলে কি দোষ বলনা

ভয়ে ভয়ে তাইতো আমি দূরে সরে থাকি..

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি..ঘাটের মাঝি

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি..ঘাটের মাঝি

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি..

ও আমার কাজল পাখি

ও আমার সুজন মাঝি

ও আমার পরান পাখি

ও আমার ঘাটের মাঝি

Nhiều Hơn Từ Sabina Yasmin/Andrew Kishore

Xem tất cảlogo

Bạn Có Thể Thích