menu-iconlogo
huatong
huatong
avatar

HD megh jekhane pahar | মেঘ যেখানে পাহাড় ছুয়ে যায়

Sabina Yasmin/Imran Mahmudul/Altafkhanhuatong
Altafkhan_star918huatong
Lời Bài Hát
Bản Ghi
@@»»𝑼𝒑𝒍𝒐𝒂𝒅𝒆𝒅 𝑩𝒐𝒚««@@

@@»»»»𝑨𝒍𝒕𝒂𝒇𝒌𝒉𝒂𝒏«««@@

@@»»𝑭𝒐𝒍𝒍𝒐𝒘 𝒎𝒚 𝑰𝒅««@@

@Singer-সাবিনা ইয়াসমিন,ইমরান@

F) মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়

মিলে দুটি অন্তর,

চলো প্রিয় বাঁধি ঘর

সেই ঠিকানায়;

তুমি আর আমি প্রিয়,জনম জনম

মিলনের সুরে বাঁধা প্রেম সারগাম

গেয়ে যাব ধীরে ধীরে

রাত দিন প্রান ভরে

লিখে যাব পাথরে

আমাদের অমর প্রেম কাহিনী।

M) মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়

মিলে দুটি অন্তর,

চলো প্রিয়া বাঁধি ঘর

সেই ঠিকানায়;

তুমি আর আমি প্রিয়া,

জনম জনম

মিলনের সুরে বাঁধা প্রেম সারগাম

গেয়ে যাব ধীরে ধীরে

রাত দিন প্রান ভরে

লিখে যাবো পাথরে

আমাদের অমর প্রেম কাহিনী।

F)-মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়

M)-মিলে দুটি অন্তর,

চলো প্রিয়া বাঁধি ঘর,

সেই ঠিকানায়।

F)-তা নানা নানা নানা

না নানা নানা নানা না,,না,,না

তা নানা নানা নানা

না নানা নানা নানা না,,না,,না

@@»»ফলো করে রাখুন««@@

@@»»»𝑨𝒍𝒕𝒂𝒇𝒌𝒉𝒂𝒏«««@@

@@»»সাথেই থাকুন««@@

F ]-সেই তো জানে বাসতে ভালো,

যার মনে নেই কোন ভয়,

যত হোক ঝড় নেইতো ডর,

মানে না পরাজয়।।

M] সেই তো জানে বাসতে ভালো,

যার মনে নেই কোন ভয়,

যত হোক ঝড় নেইতো ডর,

মানে না পরাজয়।।

F] বাধা পেলে বাড়ে দ্বিগুন।

M] ভালোবাসার এইতো গুন।

F] যে যতো দিকনা ব্যথা

M] তুমি সাথী দাওনা কথা।

F-M ] গেয়ে যাব ধীরে ধীরে

রাত দিন প্রাণভরে

লিখে যাবো পাথরে

আমাদের অমর প্রেম কাহিনী

F]-মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়।।

M]মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়।।

«»«»«»«»«»

F] ও ও ও আ আ আ

আ আ আ আ আ আ

@@»নতুন গান পেতে আমাকে«@@

@@»»ফলো করে রাখুন««@@

@@«»«»𝑨𝒍𝒕𝒂𝒇𝒌𝒉𝒂𝒏»«»«»@@

M] ছিলে না যখন তুমি আমার,

মনটা ছিলো সন্যাসী,

সুখ ছিলোনা হাসি ছিলোনা,

যেনো নিজ ঘরে পরবাসী।।

F] ছিলে না যখন তুমি আমার,

মনটা ছিলো সন্যাসী,

সুখ ছিলোনা হাসি ছিলোনা,

যেনো নিজ ঘরে পরবাসী।।

M] তুমি এলে এই জীবনে

F] সাথী করে নাও মরণে।

M] যে যত দিক না ব্যাথা।

F] তুমি সাথী দাওনা কথা।

M-F] গেয়ে যাবো ধীরে ধীরে

রাত দিন প্রান ভরে

লিখে যাবো পাথরে

আমাদের অমর প্রেম কাহিনী।

F] মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায়

M] মিলে দুটি অন্তর,

চলো প্রিয়া বাঁধি ঘর,

সেই ঠিকানায়।

F] তুমি আর আমি প্রিয়,জনম জনম

মিলনের সুরে বাঁধা প্রেম সারগাম

M] গেয়ে যাবো ধীরে ধীরে

রাত দিন প্রান ভরে

লিখে যাবো পাথরে

আমাদের অমর প্রেম কাহিনী।

F] মেঘ যেখানে

M] পাহাড় ছুঁয়ে যায়

F] মেলে দুটি অন্তর,

M] চলো প্রিয়া বাঁধি ঘর

M-F] সেই ঠিকানায়।

🚾💞Thank You💞🚾

Nhiều Hơn Từ Sabina Yasmin/Imran Mahmudul/Altafkhan

Xem tất cảlogo

Bạn Có Thể Thích