menu-iconlogo
huatong
huatong
avatar

Shei Railliner

Sabina Yeasminhuatong
prlov18huatong
Lời Bài Hát
Bản Ghi
সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে

সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে

সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে

দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে

সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে

শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

দস্যি ছেলে সেই যুদ্ধে গেল, ফিরলো না আর

আজও শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার

দস্যি ছেলে সেই যুদ্ধে গেল, ফিরলো না আর

আজও শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার

খোকা আসবে, ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

খোকা ফিরবে, ঘরে ফিরবে

কবে ফিরবে, নাকি ফিরবে না

Nhiều Hơn Từ Sabina Yeasmin

Xem tất cảlogo

Bạn Có Thể Thích