menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Jibone Tumi Ele

Sadhana Sargam/R.D. Burmanhuatong
💎RAJKUMAR💎RMG🎻🌹huatong
Lời Bài Hát
Bản Ghi
(F) আমার জীবনে তুমিই এলে প্রথম প্রেমের মতো

আঁধার জীবনে উঠলো জ্বলে প্রদীপ শতশত

(M) হো আমার জীবনে তুমিই এলে প্রথম প্রেমের মতো

আঁধার জীবনে উঠলো জ্বলে প্রদীপ শতশত

প্রদীপ শতশত ।

Track Upload bye @RAJKUMAR💎RMG🎻🌹

(M) তোমার রঙের রঙিন ছোঁয়ায় লাগলো আমার প্রাণে

মনের কথা উজার করে বলবো আমি গানে গানে

তোমার রঙের রঙিন ছোঁয়ায় লাগলো আমার প্রাণে

মনের কথা উজার করে বলবো আমি গানে গানে

(F) দেখবো শুনবো চাইবো আমি তোমায় অবিরত

হো আমার জীবনে তুমিই এলে প্রথম প্রেমের মতো

(M) আরে আঁধার জীবনে উঠলো জ্বলে প্রদীপ শতশত

প্রদীপ শতশত ।

🎻ROYAL MUSICAL GROUP 🎻

ROOM 🆔 - 112600 & 297556💎RMG🎻🌹

(F) স্বপ্ন যেন সত্যি হয়ে দাঁড়ালো সমুখে আজি

দিকে দিকে তাই যে কত বেনুবেনু উঠলো বাজি

স্বপ্ন যেন সত্যি হয়ে দাঁড়ালো সমুখে আজি

দিকে দিকে তাই যে কত বেনুবেনু উঠলো বাজি

(M) হো আকাশ থেকে এনে দেবো তারা আছে যত হো হো

আমার জীবনে তুমিই এলে প্রথম প্রেমের মতো

(F) আঁধার জীবনে উঠলো জ্বলে প্রদীপ শতশত

প্রদীপ শতশত ।

🎻ROYAL MUSICAL GROUP 🎻

ROOM 🆔 - 112600 & 297556💎RMG🎻🌹

(F) তোমার প্রেমের পরশখানি রাখুক আমাকে জড়িয়ে

(M) হো আমার ভালোবাসার মালা দেবো তোমায় আমি পড়িয়ে

(F) তোমার প্রেমের পরশখানি রাখুক আমাকে জড়িয়ে

(M) হো আমার ভালোবাসার মালা দেবো তোমায় আমি পড়িয়ে

(F) মনের ভাষা তুমি বুঝে নাও মুখে আর বলবো কত

(F) আমার জীবনে তুমিই এলে প্রথম প্রেমের মতো

(M+F)আঁধার জীবনে উঠলো জ্বলে প্রদীপ শতশত

প্রদীপ শতশত ।

Track Upload bye @RAJKUMAR💎RMG🎻🌹

~~~~ ধন্যবাদ ~~~~

Nhiều Hơn Từ Sadhana Sargam/R.D. Burman

Xem tất cảlogo

Bạn Có Thể Thích