menu-iconlogo
huatong
huatong
avatar

অজস্র কাব্য | Ojosro Kabbo

Sadman Pappuhuatong
not_your_type_32huatong
Lời Bài Hát
Bản Ghi
অজস্র স্বপ্নের ভিরে

তোমায় দেখি আজ

আমার সমস্ত কল্পনা জুড়ে

তোমার বসবাস

অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা

অফুরন্ত ভালবাসা নিয়ে

তোমার অপেক্ষায় থাকা..

জানি তুমি ফিরে আর তাকাবেনা

নেই কোন পিছুটান

ফিরে আসবে তুমি আমার কাছে

কোন এক আহবানে..

জানি তুমি ফিরে আর তাকাবেনা

নেই কোন পিছুটান

ফিরে আসবে তুমি আমার কাছে

কোন এক আহবানে..

ভালোবাসি তোমায় অবিরত

থাকতে চাই তোমার পাশে

ছায়ার মত হয়ে আরেকটি

বার ফিরে আসতে..

আজ তুমি নেই আমার পৃথিবীতে

তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে

নেই আমার পৃথিবীতে..

জানি তুমি ফিরে আর তাকাবেনা

নেই কোন পিছুটান

ফিরে আসবে তুমি আমার কাছে

কোন এক আহবানে..

জানি তুমি ফিরে আর তাকাবেনা

নেই কোন পিছুটান

ফিরে আসবে তুমি আমার কাছে

কোন এক আহবানে..

️ ️ ️ ️

চলে যদি যাবে চলে

কেনো এসেছিলে

যাচ্ছ চলে দূরে বহুদুরে..

যাচ্ছে ভেঙ্গে স্বপ্নগুলো ধীরে ধীরে

জানি তুমি ফিরে আর আসবেনা এই আমাতে..

জানি তুমি ফিরে আর তাকাবেনা

নেই কোন পিছুটান

ফিরে আসবে তুমি আমার কাছে

কোন এক আহবানে..

জানি তুমি ফিরে আর তাকাবেনা

নেই কোন পিছুটান

ফিরে আসবে তুমি আমার কাছে

কোন এক আহবানে..

Nhiều Hơn Từ Sadman Pappu

Xem tất cảlogo

Bạn Có Thể Thích