আমার কাছে তুমি মানে,
সাত রাজার ধন
আমার কাছে তুমি মানে,
অমুল্য রতন।
তোমার কাছে হয়তো বন্ধু,
আমি কিছুনা
তাইতো তোমার স্বপ্নে বন্ধু,
আমি আসিনা।
আমি মানে তুমি আর,
তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে,
বন্ধু তুমি দামি।
আমি মানে তুমি আর,
তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে,
বন্ধু তুমি দামি।
"হতোচ্ছাড়া শামীম"