menu-iconlogo
huatong
huatong
avatar

প্রাণ নাথ ছাড়িয়া যাইওনা বন্ধ রে

Salma/Kamal Prano Nath Charia Jaio Na Bondhu Rehuatong
ms.cream87huatong
Lời Bài Hát
Bản Ghi
ছাড়িয়া যাইওনা বন্ধ রে

ছাড়িয়া যাইওনা বন্ধ রে

প্রাণ না থ ছাড়িয়া যাইওনা বন্ধ রে

প্রাণ না থ ছাড়িয়া যাইওনা বন্ধ রে

কথা রাখো কাছে থাকো

যাইওনা গো দূরে..

কথা রাখো কাছে থাকো

যাইওনা গো দূরে

বন্ধু রে... যাইওনা গো দূরে...

দূরে গেলে পরাণ আমার

ছটফট ছটফট করে রে..

ওরে দূরে গেলে পরাণ আমার

ছটফট ছটফট করে রে..

প্রাণ না থ ছাড়িয়া যাইওনা বন্ধ রে

প্রাণ না থ ছাড়িয়া যাইওনা বন্ধ রে

তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগি

তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগি

বন্ধু রে... মিছা দোষের ভাগি....

তোমারে না পাইলে আমি বিনা রোগে রোগী রে

ওরে.. তোমারে না পাইলে আমি,

বিনা রোগে রোগীরে

প্রাণ না থ ছাড়িয়া যাইওনা বন্ধু রে

প্রাণ না থ ছাড়িয়া যাইওনা বন্ধ রে

তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা

তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা

বন্ধু রে... এই আমার বাসনা...

ওরে.. মন যারে চায় তারে ছাড়া

মনে তো বুঝেনা রে

ওরে.. মন যারে চায় তারে ছাড়া,

মনে তো বুঝেনা রে

প্রাণ না থ ছাড়িয়া যাইওনা বন্ধু রে

প্রাণ না থ ছাড়িয়া যাইওনা বন্ধ রে

বাউল আব্দুল করিম বলে কি বলিবো বেশি

পাগল আব্দুল করিম বলে কি বলিবো বেশি

বন্ধু রে... কি বলিবো বেশি...

ওরে..মনে চায় দেখিতে তোমার

চান্দ মুখের হাসি রে

ওরে.. মনে চায় দেখিতে তোমার

চান্দ মুখের হাসিরে

Nhiều Hơn Từ Salma/Kamal Prano Nath Charia Jaio Na Bondhu Re

Xem tất cảlogo

Bạn Có Thể Thích