menu-iconlogo
huatong
huatong
avatar

ওগো মোর প্রিয়া জেনে রেখো তুমি

Salman Shahhuatong
pawscat90huatong
Lời Bài Hát
Bản Ghi

ছেলে: ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি

ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি

তুমি ছাড়া এই প্রাণ, রাখবো না আমি

তুমি শুধু তুমি, এই অন্তরে

তুমি শুধু তুমি, এই অন্তরে

মেয়ে: আজও আছি আমি, কালও রবো যে

আজও আছি আমি, কালও রবো যে

যুগে যুগে আমি, তোমারি হব যে

তুমি শুধু তুমি, এই অন্তরে

তুমি শুধু তুমি, এই অন্তরে

favorite song,jhumpa 2018

ছেলে তুমি মোর দুইচোখে, দৃষ্টি যেনগো

মোর তরে দুনিয়া সৃষ্টি যেনগো

মেয়ে এই মনে যেন আজ, একটি ভাষা

তোমাকে জীবন দিয়ে শুধু ভালোবাসা

ছেলে তুমি শুধু তুমি, এই অন্তরে

মেয়ে তুমি শুধু তুমি, এই অন্তরে

ছেলে: এই মন এই প্রাণ, সবিযে তোমারি

নিশ্বাস হয়ে আছ এবুকে আমারি

মেয়ে:এবুকেই আমি যেন, মরতেগো পারি

ফুলেরি মত ঝড়ে পরতেগো পারি

ছেলে: তুমি শুধু তুমি, এই অন্তরে

মেয়ে: তুমি শুধু তুমি, এই অন্তরে

ছেলে: ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি

ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি

তুমি ছাড়া এই প্রাণ, রাখবো না আমি

মেয়ে: তুমি শুধু তুমি, এই অন্তরে

তুমি শুধু তুমি, এই অন্তরে

আজও আছি আমি, কালও রবো যে

আজও আছি আমি, কালও রবো যে

যুগে যুগে আমি, তোমারি হব যে

ছেলে: তুমি শুধু তুমি, এই অন্তরে

তুমি শুধু তুমি, এই অন্তরে

Nhiều Hơn Từ Salman Shah

Xem tất cảlogo

Bạn Có Thể Thích