menu-iconlogo
logo

Sab Sakhire Par Korite

logo
Lời Bài Hát
ছেলে সব সখিরে পার করিতে

নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা,সখি গো

ও আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না

সব সখিরে পার করিতে

নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা,সখি গো

ও আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না

ছেলে ও সুজন সখিরে

প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই

মনের বদল মন দিতে হয়

মেয়ে প্রেমের কথা জানিনা

মনের বদল করি না

পাড়ের কড়ি লইবা যদি লও

ছেলে থাকো সখি ঋণী থাকো

কড়ি লব না

থাকো সখি ঋণী থাকো

কড়ি লব না সখি গো

ও আমি প্রেমের ঘাটের মাঝি

প্রেম ছাড়া প্রাণে বাঁচিনা

সব সখিরে পার করিতে

নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা সখি গো

ও আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না

মেয়ে ও..ঘাটের মাঝিরে

ভূতের মুখে রাম নাম আর লইও না

লজ্জা শরম আছে কি বা নাই

ছেলে রাম সাম জানি না

ভূতের বাড়ি চিনি না

তোমায় সখি ঘরে নিবার চাই

মেয়ে তুমি বামন হইয়া চাঁদের

পানে হাত বাড়াইয়ো না

বামন হইয়া চাঁদের পানে

হাত বাড়াইয়ো না,মাঝি গো

ও আমি ফুলের বালা ফুলে

আমার দিকে নজর দিয়ো না

ছেলে সব সখিরে পার করিতে

নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি

তোমার কানের সোনা,সখি গো

ও আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না

ছেলে ও সুজন সখিরে

প্রেমের ঘাটে বেচা কেনায় কুল মান নাই

মনের বদল মন দিতে হয়

মেয়ে মনের মত মন মাঝি

চেনা বড় দায়...

অাসল কিবা নকল কারে কয়

ছেলে যেমন খুশি তেমন করে

যাচাই করে লও

তুমি যেমন খুশি তেমন করে

যাচাই করে লও ,সখি গো...

ও অামি প্রেমের ঘাটের মাঝি

মাঝ দরিয়ায় নাও ডুবাবো না

Sab Sakhire Par Korite của Salman Shah - Lời bài hát & Các bản Cover