menu-iconlogo
huatong
huatong
avatar

ekdin sob chere chole jabo bohudure

Samirhuatong
❪❱┅͜͡✥SᴀᴍiƦ➻➣℠huatong
Lời Bài Hát
Bản Ghi
💃==❪❱┅͜͡✥SᴀᴍiƦ➻➣℠==💃

======🎵🎤======♥💯

একদিন সব ছেড়ে, চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

একদিন সব ছেড়ে, চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

একাকী আধার ঘরে, তোমাকে মনে করে

দু চোখের জলে আর ভাসবো না

একদিন সব ছেড়ে, চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

💃===❪❱┅͜͡✥SᴀᴍiƦ➻➣℠💃

যেখানে মানুষ গেলে, ফিরে আর আসে না

যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না

যেখানে মানুষ গেলে, ফিরে আর আসে না

যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না

সুখ টুকু মুছে দিয়ে, বিরহী এ মন নিয়ে

কষ্ট লুকিয়ে আর হাসবো না

একদিন সব ছেড়ে, চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

💃==❪❱┅͜͡✥SᴀᴍiƦ➻➣℠=💃

বুঝবে সে ভুল তুমি, ভেঙে যাবে অভিমান

আমার জীবন যবে হবে চির অবসান

বুঝবে সে ভুল তুমি, ভেঙে যাবে অভিমান

আমার জীবন যবে হবে চির অবসান

এ আমি শুধুই নিজে তোমাকে খুঁজে খুঁজে

জোর করে ভালো আর বাসবো না

একদিন সব ছেড়ে, চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

একদিন সব ছেড়ে, চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

একাকী আধার ঘরে, তোমাকে মনে করে

দু'চোখের জলে আর ভাসবো না

একদিন সব ছেড়ে, চলে যাব বহুদূরে

কোন দিন ফিরে আর আসবো না

Uploaded❪┅͜͡✥SᴀᴍiƦ➻➣℠

***** Thanks *****

Nhiều Hơn Từ Samir

Xem tất cảlogo

Bạn Có Thể Thích