menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেম কইরা সুখ পাইলাম নারে || Prem Koira Sukh pailam Na

Samiya || সামিয়াhuatong
🇧🇩𝐍𝐞𝐰𝐚𝐳_𝐒𝐁𝐋🇧🇩huatong
Lời Bài Hát
Bản Ghi
একটা দুঃখ এই অন্তরে

একটা দুঃখ মনে…

একটা দুঃখ এই অন্তরে

একটা দুঃখ মনে…

প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

আমি প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

একটা দুঃখ এই অন্তরে

একটা দুঃখ মনে…

একটা দুঃখ এই অন্তরে

একটা দুঃখ মনে…

প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

আমি প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

আদর সোহাগ দিয়া বুকে

রাখছিলাম বান্ধিয়া…

জ্বালায় পুড়ায় কোন পরাণে

নিঠুর দরদিয়া…

আদর সোহাগ দিয়া বুকে

রাখছিলাম বান্ধিয়া…

জ্বালায় পুড়ায় কোন পরাণে

নিঠুর দরদিয়া…

সব কিছু নিল কাড়িয়া গোপনে গোপনে

প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

আমি প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

আশায় আশায় সব হারাইলাম

সইলাম অপমান…

নষ্ট করলাম সাধের জীবন

নষ্ট কুলমান…

আশায় আশায় সব হারাইলাম

সইলাম অপমান…

নষ্ট করলাম সাধের জীবন

নষ্ট কুলমান…

রব্বানী গায় বিরহের গান

জল ভরা নয়নে…

প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

আমি প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

একটা দুঃখ এই অন্তরে

একটা দুঃখ মনে…

একটা দুঃখ এই অন্তরে

একটা দুঃখ মনে…

প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

আমি প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

আমি প্রেম কইরা সুখ পাইলাম নারে

প্রাণ বন্ধুয়ার সনে…

((ধন্যবাদ সবাইকে))

Nhiều Hơn Từ Samiya || সামিয়া

Xem tất cảlogo

Bạn Có Thể Thích