তুমি নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা নাহয় বলিতে মো...রে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিতো ভরে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
সুরে সুরভিতে নাহয় ভরিতো বে..লা..
মোর এলোচুল লোয়ে বাতাস করিতো খেলা
সুরে সুরভিতে নাহয় ভরিতো বে..লা..
এলোচুল লোয়ে বাতাস করিতো খেলা
ব্যাকুল না ফোটা বকুলের
কুঁড়ি রয়ে রয়ে যেতো ঝরে
ও.. গো.. নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময়...
কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময়....
সুন্দরতর হতো নাকি বলো
একটু ছোঁয়ার পরিচয় (gap)
ভাবেরও লীলায় নাহয় ভরিতো আঁ..খি..
আমারে নাহয় আরও কাছে নিতে ডাকি
ভাবেরও লীলায় নাহয় ভরিতো আঁ..খি..
আমারে নাহয় আরও কাছে নিতে ডাকি
নাহয় শোনাতে মরমের কথা মোর দু'টি হাত ধরে
ও.. গো.... নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা নাহয় বলিতে মো..রে...