menu-iconlogo
huatong
huatong
santam-amar-jibono-patro-cover-image

Amar Jibono Patro

Santamhuatong
SANTAM✨huatong
Lời Bài Hát
Bản Ghi
MUSIC (00:26)

আমার জীবনপাত্র উচ্ছলিয়া

মাধুরী করেছ দান

আমার জীবনপাত্র উচ্ছলিয়া

মাধুরী করেছ দান

তুমি জান নাই, তুমি জান নাই,

তুমি জান নাই,

তার মূল্যের পরিমাণ

জীবনপাত্র উচ্ছলিয়া

মাধুরী করেছ দান

MUSIC

MUSIC (01:36)

রজনীগন্ধা অগোচরে

যেমন রজনী স্বপনে ভরে সৌরভে,

তুমি জান নাই, তুমি জান নাই,

তুমি জান নাই

মরমে আমার ঢেলেছ তোমার গান

আমার জীবনপাত্র উচ্ছলিয়া

মাধুরী করেছ দান

MUSIC

MUSIC (02:42)

বিদায় নেবার সময় এবার হল

প্রসন্ন মুখ তোলো,

মুখ তোলো, মুখ তোলো

বিদায় নেবার সময় এবার হল

প্রসন্ন মুখ তোলো,

মুখ তোলো, মুখ তোলো

মধুর মরণে পূর্ণ করিয়া

সঁপিয়া যাব প্রাণ চরণে

মধুর মরণে পূর্ণ করিয়া

সঁপিয়া যাব প্রাণ চরণে

যারে জান নাই, যারে জান নাই,

যারে জান নাই,

তার গোপন ব্যথার নীরব রাত্রি

হোক আজি অবসান

আমার জীবনপাত্র উচ্ছলিয়া

মাধুরী করেছ দান

আমার জীবনপাত্র উচ্ছলিয়া

মাধুরী করেছ দান

- ধন্যবাদ -

Nhiều Hơn Từ Santam

Xem tất cảlogo

Bạn Có Thể Thích