menu-iconlogo
huatong
huatong
avatar

Brishti beja shopno de Ashiqui

Shadaab Hashmihuatong
niccospizzahuatong
Lời Bài Hát
Bản Ghi
Brishti beja shopno de

Singer: Sadaab Hasmi

Actors: Ankush, Nusorat Faria

বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে

বাসব ভাল কাছে আয় ও জানে জা..

বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে

বাসব ভাল কাছে আয়, ও জানে জা..

থাকব পাশে রাতদিন, তকে ছাড়া খুব কঠিন

থাকব পাশে রাতদিন, তকে ছাড়া খুব কঠিন

আজ ইশকে তর কাটে না যে ঘোর কেনো বল

বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে

বাসব ভাল কাছে আয়, ও জানে জা।

Jahanur Rahman Jahan

রাখব তকে যত্ন করে আর আদরে

আর দেবো দুচোখে ভরে সপ্ন রঙিন

ও...ইচ্ছে হলে কাউকে কিছু জিনা বলে

যাব যে নিয়ে মেঘের কোলে তকে কোনোদিন

থাকব পাশে রাত দিন তকে ছাড়া খুব কঠিন

আজ ইশকে তর কাটে না যে ঘোর কেনো বল

বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে

বাসব ভাল কাছে আয় ও জানে জা।

Jahanur Rahman Jahan

খামখেয়ালে ছবি তর আঁকি মন দেয়ালে

হঠাৎ তুই ডাক পাঠালে ছুটে চলে যাই

ও... সব দিকে তুই ইচ্ছে ঘিরে তকে শুধু

আরজি আছে বেস এটুকুই তকে যেন পাই

থাকব পাশে রাতদিন, তকে ছাড়া খুব কঠিন

আজ ইশকে তর কাটে না যে ঘোর কেন বল

বৃষ্টি ভেজা সপ্ন দে, রোদেলা কিছু গল্প দে

বাসব ভাল কাছে আয় ও জানে জা।

follow me for get new song

Nhiều Hơn Từ Shadaab Hashmi

Xem tất cảlogo

Bạn Có Thể Thích