এই না-ডাকা, দূরে দূরে থাকা
চোরাবালি-বুকে ছবি আঁকা
নিজের মাঝে একা
নিজের মাঝে একা
এই পিছুটান নির্জনতার গান
এই কোলাহল কেঁদে ওঠে গান
চির অভিমান
চির অভিমান
জানালাটা খোলা, কেউ বসে আছে একা
কত যে অসহায় নিয়ে বুকে এত ব্যথা
জানালাটা খোলা, কেউ বসে আছে একা
কত যে অসহায় নিয়ে বুকে এত ব্যথা
এই না-ডাকা, দূরে দূরে থাকা
চোরাবালি-বুকে ছবি আঁকা
নিজের মাঝে একা
নিজের মাঝে একা
এই পিছুটান নির্জনতার গান
এই কোলাহল কেঁদে ওঠে গান
চির অভিমান
চির অভিমান
কত দিনরাত পথের দেখা শেষ
স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকে সে
কত দিনরাত পথের দেখা শেষ
স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকে সে
জানালাটা খোলা, কেউ বসে আছে একা
কত যে অসহায় নিয়ে বুকে এত ব্যথা
জানালাটা খোলা, কেউ বসে আছে একা
কত যে অসহায় নিয়ে বুকে এত ব্যথা
এই সীমাহীন জমে থাকা ঋণ
ব্যথা বয়ে বয়ে চলে যায় দিন
এমন অমলিন
এমন অমলিন
জানালাটা খোলা, কেউ বসে আছে একা
কত যে অসহায় নিয়ে বুকে এত ব্যথা
জানালাটা খোলা, কেউ বসে আছে একা
কত যে অসহায় নিয়ে বুকে এত ব্যথা
জানালাটা খোলা, কেউ বসে আছে একা
কত যে অসহায় নিয়ে বুকে এত ব্যথা