menu-iconlogo
huatong
huatong
avatar

বাংলা ফোক ম্যাশআপ

Shah Abdul Karimhuatong
MONJUR_BFS_2019huatong
Lời Bài Hát
Bản Ghi
[০১] আমার..বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

আমার..বন্ধু দয়াম

তোমারে দেখিবার মনে লয়

তোমারে না দেখলে রাধার

তোমারে না দেখলে রাধার

জীবন....কেমনে রয় বন্ধু রে...

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার..মনে লয়

{০২} বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে...বলো না...

বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বোঝেনা

বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে....বলো না

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বোঝেনা...

আমার বন্ধু বিনে পাগল মনে

বুঝাইলে বোঝেনা...

[০৩] কোন মিস্তরি নাও বানাইলো

কোন মেস্তুরি নাও বানাইলো

কেমন দেখা যায়...

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ূরপঙ্খী নায়

কোন মেস্তুরি নাও বানাইলো

কেমন দেখা যায়...

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ূরপঙ্খী নায়

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ূরপঙ্খী নায়

{০৪} তুমি আমার আমি তোমার

এই আশা করে....

তুমি আমার আমি তোমার

এই আশা করে...

তোমারে পুষিলাম কত আদরে

আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে...

তোমারে পুষিলাম কত আদরে

আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে...

তোমারে পুষিলাম কত আদরে

[০৫] আইজ আমারে আনিয়া দেওরে

আসমানেরও চাঁন

আইজ আমারে আনিয়া দেওরে

আসমানেরও চাঁদ

সোনা বন্ধুর গান শুনিয়া....

সোনা বন্ধুর গান শুনিয়া

দিলের সুতোয় লাগল টান

আইজ আমারে আনিয়া দেও রে

আসমানেরও চাঁদ

আইজ আমারে আনিয়া দেওরে

আসমানেরও চাঁন

আসমানেরও চাঁন

আসমানেরও চাঁন।

{০৬} তোমারও পিরিতে বন্ধুরে বন্ধু

কি হবে না জানি

তোমারও পিরিতে বন্ধুরে বন্ধু

কি হবে না জানি

তুমি আমায় করবায় নাকি

তুমি আমায় করবায় নাকি

মিছা কলঙ্কিনী বন্ধুরে বন্ধু

কি হবে না জানি

তোমারও পিরিতে বন্ধুরে বন্ধু

কি হবে না জানি

Find out Monjur_BFS_2019

[০৭] বন্ধু তোর লাইগা রে বন্ধু

তোর লাইগা রে

আমার তনু জরজর

মনে লয় ছাড়িয়া যাইতাম

থুইয়া বাড়িঘর

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে বন্ধু

তোর লাইগা রে

আমার তনু জরজর

মনে লয় ছাড়িয়া যাইতাম

থুইয়া বাড়িঘর

বন্ধু তোর লাইগা রে

তোর লাইগা রে

তোর লাইগা রে

তোর লাইগা রে

Nhiều Hơn Từ Shah Abdul Karim

Xem tất cảlogo

Bạn Có Thể Thích