menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhe Maya Lagaiche

Shah Abdul Karimhuatong
rob.parungaohuatong
Lời Bài Hát
Bản Ghi
মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে

সুন্দর মিউজিক পেতে চাইলে

আপনার হেডফোনের ভলিউমটা

কমিয়ে ৭০ এর নিচে রাখুন এবং

মিউজিক ফলো করে গান করুন

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে •

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বসে ভাবি নিরালায় •

আগেত জানিনা বন্দের পিরিতের জ্বালা

বসে ভাবি নিরালায়

আগেত জানিনা বন্দের পিরিতের জ্বালা

হায় গো ইটের বাটায় কয়লা দিয়া আগুন জালাইছে

হায় গো ইটের ভাটায় কয়লা দিয়া

আগুন জালাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

আমি কি বলিব আর •

বিচ্ছেদের আগুনে পুরে কলিজা আঙ্গার

আমি কি বলিব আর

বিচ্ছেদের আগুনে পুরে কলিজা আঙ্গার

হায় গো প্রাণ বন্ধের পিরিতে আমায়

পাগল কইরাছে

হায় গো প্রান বন্ধের পিরিতে আমায়

পাগল কইরাছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

Don't Forget Like This Song

Please Like Follow Meeee

পাগল আব্দুল করিম গায় •

ভুলিতে পারিনা আমার মনে যারে চায়

পাগল আব্দুল করিম গায়

ভুলিতে পারিনা আমার মনে যারে চায়

হায় গো কুলনাশা পিরিতের নেশার কুলমান গেছে

হায় গো কুলনাশা পিরিতের নেশায়

কুলমান গেছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

দেওয়ানা বানাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

গানটি সেভ করার পর লাইক দিন

Thanks for my all followers

Nhiều Hơn Từ Shah Abdul Karim

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Bondhe Maya Lagaiche của Shah Abdul Karim - Lời bài hát & Các bản Cover