menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu Hoye Kache Ale | বন্ধু হয়ে কাছে এলে

Shakila Zafarhuatong
⚜️⃟🦃𝙈𝙊𝙕𝙄𝘽.⚜️⃟🦃🆉🅼🅻huatong
Lời Bài Hát
Bản Ghi
গানঃ বন্ধু হয়ে কাছে এলে

কণ্ঠশিল্পীঃ শাকিলা জাফর

সিনেমাঃ মৌসুমী

বন্ধু হয়ে কাছে এলে

চিরদিন বন্ধু হয়ে থাকবো

সুখে দুঃখে তোমারি নাম

হৃদয়ে লিখে রাখবো..

বন্ধু হয়ে কাছে এলে

চিরদিন বন্ধু হয়ে থাকবো

সুখে দুঃখে তোমারি নাম..

হৃদয়ে লিখে রাখবো..

যখনি যেখানে থাকো না তুমি

আমায় ভূলে যেও না..

শত বিপদেও এই যে বাঁধন

কখনো খুলে দিও না...

যখনি যেখানে থাকো না তুমি

আমায় ভূলে যেও না..

শত বিপদেও এই যে বাঁধন

কখনো খুলে দিও না...

চলারি পথে বাঁধা এলে

বন্ধু তোমায় ডাকবো..

বন্ধু হয়ে কাছে এলে

চিরদিন বন্ধু হয়ে থাকবো

সুখে দুঃখে তুমারি নাম

হৃদয়ে লিখে রাখবো..

লাল লাল লাল লা লা

লা লা লা..লা

লা লা লা..লা

লা লা লা লা...

জীবনের যত পথ চলাতে

আমায় দূরে রেখো না..

কবু মরনেও তোমায় ছেড়ে

হারিয়ে আমি যাব না..

জীবনের যত পথ চলাতে

আমায় দূরে রেখো না..

কবু মরনেও তোমায় ছেড়ে

হারিয়ে আমি যাব না..

তোমারি মাঝে সারা জীবন

বন্ধু হয়ে বাঁচবো..

বন্ধু হয়ে কাছে এলে

চিরদিন বন্ধু হয়ে থাকবো

সুখে দুঃখে তোমারি নাম

হৃদয়ে লিখে রাখবো...

বন্ধু হয়ে কাছে এলে

চিরদিন বন্ধু হয়ে থাকবো

সুখে দুঃখে তুমারি নাম

হৃদয়ে লিখে রাখবো...

Nhiều Hơn Từ Shakila Zafar

Xem tất cảlogo

Bạn Có Thể Thích