menu-iconlogo
huatong
huatong
avatar

A Tribute to Miles - Chad Tara - Neela - Firiye Dao - Jala Jala (Cover)

Shakir Rahman/Shakir Rahmanhuatong
🐻🐼🩶huatong
Lời Bài Hát
Bản Ghi
চাঁদ, তারা, সূর্য নও তুমি

নও পাহাড়ি ঝর্ণা

যদি বলি ফুল, তবুও হবে ভুল

তোমার তুলনা হয় না

চাঁদ, তারা, সূর্য নও তুমি

নও পাহাড়ি ঝর্ণা

যদি বলি ফুল, তবুও হবে ভুল

তোমার তুলনা হয় না

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে রও, স্বপ্নগুলো আমার

ভেঙে যাবে, জানো না...

তোমার চোখে

চেয়ে দেখি আমি জীবনটাকে

ভালোবাসার স্মৃতিগুলো

তোমাকে শুধু চায়

কিছু কথা

কিছু আশা নিয়ে জীবনটাতে

অনাবিল সব সুখের ছোঁয়ায়

তোমাকে কাছে চাই

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়

নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়

যেখানে দু'টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়...

[Guitar_Solo]

নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়

তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়

নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়

তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়

পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও

আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও হারানো দিনগুলো

এভাবে চলে যেয়ো না...

মন কেন মানে না? (মানে না, মানে না)

নিঝুম আঁধার কাটে না (কাটে না, কাটে না)

প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়

হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে

হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে

হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে

হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে

এত নিষ্ঠুর কেন হলে?

Bạn Có Thể Thích

A Tribute to Miles - Chad Tara - Neela - Firiye Dao - Jala Jala (Cover) của Shakir Rahman/Shakir Rahman - Lời bài hát & Các bản Cover