বন্ধুরে তোর প্রেমও জ্বালা
আমি জইলা পুইড়া কা..লা,গো
আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে
আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে
বন্ধুরে তোর প্রেমও জ্বালা
আমি জইলা পুইড়া কা..লা,গো
আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে
আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে
চয়েজ বাই PRINCES 95
গান শেষে লাইক দিতে ভুলবেন না
নতুন নতুন গান পেতে সঙ্গে থাকুন
এতো ভালবাসা বন্ধু রে
বন্ধু কেমনে ভুইলা গেলি
হায়.........রে
এতো ভালবাসা বন্ধু রে
বন্ধু কেমনে ভুইলা গেলি
হায়.........রে
আমি গোপনে কইরা পি...রিতি
এখন ভাসি নয়ন জলে বন্ধুরে
আমি গোপনে কইড়া পিরিতি
এখন ভাসি নয়ন জলে বন্ধুরে
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে
চয়েজ বাই PRINCES 95
গান শেষে লাইক দিতে ভুলবেন না
নতুন নতুন গান পেতে সঙ্গে থাকুন
কার কাছে কই মনের দুঃখ
আমার এই ছিল কপালে
হায়.........রে
কার কাছে কই মনের দুঃখ
আমার এই ছিল কপালে
হায়.........রে
আমি লোক সমাজে কলঙ্কিনি
বন্ধু তোমারে না পাইলে বন্ধুরে
আমি লোক সমাজে কলঙ্কিনি
বন্ধু তোমারে না পাইলে গো
আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে
আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে
চয়েজ বাই PRINCES 95
গান শেষে লাইক দিতে ভুলবেন না
নতুন নতুন গান পেতে সঙ্গে থাকুন
ভুলিতে পারিনা বন্ধুরে
বন্ধু কি মায়া লাগাইলি
হায়.........রে
ভুলিতে পারিনা বন্ধুরে
বন্ধু কি মায়া লাগাইলি
হায়.........রে
অদম হারুনে কয় কি পাষানি
বন্ধু আমায় ভুইলা রইলি
অদম হারুনে কয় কি পাষানি
বন্ধু আমায় ভুইলা রইলি গো
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে
বন্ধুরে তোর প্রেমও জ্বালা
আমি জইলা পুইড়া কা...লা গো
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে
ধন্যবাদ