menu-iconlogo
huatong
huatong
shawontutul-cholona-jai-boshi-niribili-cover-image

Cholona Jai Boshi Niribili

Shawon/Tutulhuatong
Rana_E_R_S🌲🌲huatong
Lời Bài Hát
Bản Ghi
চলোনা যাই বসি নিরিবিলি

Singers : Shawon and Tutul

Arranged By Rana

*************

*************

(F) চলোনা যাই বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

(M) চলোনা যাই বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

আজ তোমাকে ভোলাব আমি

আমার মিস্টি কথামালায়

(M+F) চলোনা যাই বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

(F)রারা রা তাত্তা

রারা রা তাত্তা

রারা রা তাত্তা রারা

রারা রা তাত্তা

রারা রা তাত্তা

রারা রা তাত্তা রারা

*************

*************

(F) তোমাকে বলবো হ্যালো মিস্টার

খবর শুনেছ নাকি

তোমার আমার প্রণয় নিয়ে

দেশ জুড়ে মাতামাতি

তোমাকে বলবো হ্যালো মিস্টার

খবর শুনেছ নাকি

তোমার আমার প্রণয় নিয়ে

দেশ জুড়ে মাতামাতি

(M+F) ঢাকা শহরের অলিতে-গলিতে

তোমার আমার পোস্টার

সব পত্রিকার ফ্রন্ট পেজে ছবি

তোমার এবং আমার

*************

*************

(F) আমাদের কথা সংসদে গেছে

দুই নেত্রী ই রাজি

তারা বলেছেন আর দেরি কেন

এখনই ডাকুন কাজী

আমাদের কথা সংসদে গেছে

দুই নেত্রী ই রাজি

তারা বলেছেন আর দেরি কেন

এখনই ডাকুন কাজী

তারপরেও তুমি চুপ করে কেন

তাকাবেনা মমতায়

আর তোমাকে ভোলাব আমি

মিস্টি কথামালায়

(F) চলোনা যাই বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

আজ তোমাকে ভোলাব আমি

আমার মিস্টি কথামালায়

(M+F) চলোনা যাই বসি নিরিবিলি

দুটি কথা বলি নিচু গলায়

==ধন্যবাদ==

Nhiều Hơn Từ Shawon/Tutul

Xem tất cảlogo

Bạn Có Thể Thích