menu-iconlogo
huatong
huatong
avatar

Tomay Peye

Shawon Gaanwala/Sajid Sarkerhuatong
senior_jimmyhuatong
Lời Bài Hát
Bản Ghi
তুমি মেঘপাড়ায় লুকিয়ে থাকা

শান্ত বিকেলের রোদ ছিলে

তুমি বৃষ্টি রাতের শীতল হাওয়ায়

কাঁথা জড়ানো স্বপ্ন ছিলে

তুমি ছিলে আমার যত্নে রাখা

মায়াবী অনুভব

তোমায় পেয়ে পূর্ণ হলো

এলোমেলো সব কবিতা

ভাবনারা সব তোমায় নিয়ে

আদরে আছে সেই স্মৃতিটা

তোমায় পেয়ে পূর্ণ হলো

এলোমেলো সব কবিতা

ভাবনারা সব তোমায় নিয়ে

আদরে আছে সেই স্মৃতিটা

হয়তো কোনো ভোর আলো হবে

তোমার ঘরে আলো ছড়াবে

তবুও তুমি আঁধারের আলো হয়ে

রবে আমার সবটা জুড়ে

বলো কেনো লুকিয়ে তুমি

মিথ্যে মায়ায় জড়িয়ে

কেনো আড়ালে স্বপ্ন আমার

হারিয়ে আজ মেঘ সুদূরে

বলো কেনো লুকিয়ে তুমি

মিথ্যে মায়ায় জড়িয়ে

কেনো আড়ালে স্বপ্ন আমার

হারিয়ে আজ মেঘ সুদূরে

কোন স্বপ্নে আজ তুমি হাঁটো

কোন রঙে জীবন আঁকো

একবার ফিরে দেখো আমায়

দাড়িয়ে আছি আজও

তোমার অপেক্ষায়

বলো কেনো লুকিয়ে তুমি

মিথ্যে মায়ায় জড়িয়ে

কেনো আড়ালে স্বপ্ন আমার

হারিয়ে আজ মেঘ সুদূরে

বলো কেনো লুকিয়ে তুমি

মিথ্যে মায়ায় জড়িয়ে

কেনো আড়ালে স্বপ্ন আমার

হারিয়ে আজ মেঘ সুদূরে

Nhiều Hơn Từ Shawon Gaanwala/Sajid Sarker

Xem tất cảlogo

Bạn Có Thể Thích