menu-iconlogo
huatong
huatong
shawon-gaanwala-sorol-robo-cover-image

Sorol Robo

Shawon Gaanwalahuatong
mwprince2010huatong
Lời Bài Hát
Bản Ghi
একটা অবুঝ সরল মেয়ের গল্প বলতে চাই

চোখ খুলে দেখো একবার, একযুগ পেরিয়ে সবকিছু ধোঁয়াটে ছাই

একটা অবুঝ সরল মেয়ের গল্প বলতে চাই

চোখ খুলে দেখো একবার, একযুগ পেরিয়ে সবকিছু ধোঁয়াটে ছাই

একটা সরল চোখের কোণের অশ্রু মুছতে চাই

তুমি স্বপ্ন দেখো ইচ্ছেমতো ঘুম জড়িয়ে দিন গুনে আড়ালে তাই

আমি সহজ হবো তোমার জন্য, কান্না হবো না

আমি সরল রবো তোমার জন্য, ভয় তো হবো না

আমি সহজ হবো তোমার জন্য, কান্না হবো না

আমি সরল রবো তোমার জন্য, ভয় তো হবো না

শুরু হবো, শেষও রবো শত যুগ পেরোলেও

স্মৃতির পাতায় গল্প হবো, তুমি আমি না রলেও

শুরু হবো, শেষও রবো শত যুগ পেরোলেও

স্মৃতির পাতায় গল্প হবো, তুমি আমি না রলেও

আমি সহজ হবো তোমার জন্য, কান্না হবো না

আমি সরল রবো তোমার জন্য, ভয় তো হবো না

আমি সহজ হবো তোমার জন্য, কান্না হবো না

আমি সরল রবো তোমার জন্য, ভয় তো হবো না

Nhiều Hơn Từ Shawon Gaanwala

Xem tất cảlogo

Bạn Có Thể Thích