menu-iconlogo
huatong
huatong
avatar

Tumay Hrid Majhare Rakhbo

Shayan Chowdhury Arnobhuatong
biesenthalthuatong
Lời Bài Hát
Bản Ghi
তোমায় হৃদ মাঝারে রাখব,

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তুমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর,

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর,

আর পাবে না না না না না ছেড়ে দেবো না,

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

হৃদয় মোহনো গোরা, কোন মুণিজনার মনহরা,

হৃদয় মোহনো গোরা.........

কোন মণিজনার মনহরা......।

হৃদয় মোহনো গোরা.........।

কোন মণিজনার মনহরা.........।

ওরে রাধার প্রেমে মাতোয়ারা,

ছাদবউ রাধার প্রেমে মাতোয়ারা,

ছেড়ে দিলে ছেড়ে দিলে

যেতে দেবো না না না

যেতে দেবো না

তোমায় ... হু্মম,

তোমায় হৃদ মাঝারে রাখব,

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তুমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর,

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর,

আর পাবে না না না না না ছেড়ে দেবো না,

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তোমায় ওমনি ভাবে রাখব,ছেড়ে দেব না।

তোমায় বক্ষ মাঝে রাখব,ছেড়ে দেব না।

Please Follow me if u like

AB7

Nhiều Hơn Từ Shayan Chowdhury Arnob

Xem tất cảlogo

Bạn Có Thể Thích