menu-iconlogo
logo

Tumay Hrid Majhare Rakhbo

logo
Lời Bài Hát
তোমায় হৃদ মাঝারে রাখব,

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তুমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর,

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর,

আর পাবে না না না না না ছেড়ে দেবো না,

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

হৃদয় মোহনো গোরা, কোন মুণিজনার মনহরা,

হৃদয় মোহনো গোরা.........

কোন মণিজনার মনহরা......।

হৃদয় মোহনো গোরা.........।

কোন মণিজনার মনহরা.........।

ওরে রাধার প্রেমে মাতোয়ারা,

ছাদবউ রাধার প্রেমে মাতোয়ারা,

ছেড়ে দিলে ছেড়ে দিলে

যেতে দেবো না না না

যেতে দেবো না

তোমায় ... হু্মম,

তোমায় হৃদ মাঝারে রাখব,

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তুমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর,

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর,

আর পাবে না না না না না ছেড়ে দেবো না,

তোমায় হৃদ মাঝারে রাখব,ছেড়ে দেব না।

তোমায় ওমনি ভাবে রাখব,ছেড়ে দেব না।

তোমায় বক্ষ মাঝে রাখব,ছেড়ে দেব না।

Please Follow me if u like

AB7

Tumay Hrid Majhare Rakhbo của Shayan Chowdhury Arnob - Lời bài hát & Các bản Cover