menu-iconlogo
logo

kotodin Bari Jai na

logo
Lời Bài Hát
মায়ের কাপড়ে মশলার সেই

গন্ধটা নাকে পাই না

কতদিন বাড়ি যাই না

রাত করে বাড়ি ফেরা সেই দিনে

বাবার ফোনকল পাই না

কতদিন বাড়ি যাই না।

হৃদ গভীরের চেনা বন্ধন

ভাই-বোন, পাড়া-প্রতিবেশীজন

চায়ের দোকানে বন্ধুর সাথে

কথা হয়, কথা ফুরায় না

এভাবে সমস্ত অতীত হবে

ভেবে আমি কূল পাই না

কতদিন বাড়ি যাই না

রাতের বেলায় একসাথে বসে

খাবার টেবিল, টিভি দেখা শেষে

নিজের জন্য কাঙ্ক্ষিত ক্ষণে

একা একা হয়ে যাই না

কতদিন বাড়ি যাও না?

জানিনা আবার কবে ফিরে পাবে

প্রিয় মুখেদের আয়না।

kotodin Bari Jai na của Sheik Rana/Abanti Sithi/Ehsan Rahi - Lời bài hát & Các bản Cover