menu-iconlogo
huatong
huatong
avatar

Lal Share Poriya Konnya

Shohaghuatong
nancykehlhuatong
Lời Bài Hát
Bản Ghi
লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়,

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়,

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায়।

চান্দের মত মুখটি যখন

ভাসত নয়ন জলে,

আদর কইরা মুইছা দিতাম গালে।

ঘাটে আইসা পাশে বইসা

জড়াইতো এ বুকে,

ভুলব আমি এই কথা কেমনে?

তবে ভালো ক্যান বাসিলা

স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে?

চার বেহারার পালকি কইরা

যখন গেলা সামনে দিয়া,

শেষ দেখাও দিলা না আমারে।

ফিরা আইসা দেখবা তুমি

চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে।

তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে।

লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়,

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়,

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায়।

Nhiều Hơn Từ Shohag

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Lal Share Poriya Konnya của Shohag - Lời bài hát & Các bản Cover