menu-iconlogo
logo

Bedona(Acoustic)

logo
Lời Bài Hát
তুমি আমার নয়তো সুখ, তুমি সুখের বেদনা

সব স্বপ্নের রং হয় না

তো, বেদনার মতো নয় রঙা

জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই

হয়তো দুবাক্য নয়, সে তো

ভালোবাসার কাব্য কয়

আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ

তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব

রোদেলা দুপুরে একসাথে

নতুন সুরে গান গাইবো

শেষ বিকেলের ছায়ায় নীল

আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকব

আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে

স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে

স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তুমি চাইলে আজ দুজনে

সাত রঙা প্রজাপতি ধরবো

নোনা বালিচরেতে একসাথে

আকাশের সমুদ্র স্নান দেখবো

গোধুলির আলো আঁধারিতে ঊর্মির সাথে দুজনা,

নীলের বুকে আজ হারাবো

আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ

তোমার হাসির শ্রাবণ ঢলে

স্বপ্ন নিয়ে ভাসতে চাই

তোমার হাসির শ্রাবণ ঢলে

স্বপ্ন নিয়ে ভাসতে চাই

Bedona(Acoustic) của Shunno - Lời bài hát & Các bản Cover