
Chena Chena lage tobu ochena
চেনা চেনা লাগে তবু অচেনা
ভালোবাসো যদি কাছে এসো না
চেনা চেনা লাগে তবু অচেনা
ভালোবাস যদি কাছে এসো না
আ আ আ…
আ আ আ…
এলো মেলো পথ চলা
মনে মনে কথা বলা
এলো মেলো পথ চলা
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপন ঝরা
আকাশ ভরা স্বপন ঝরা
আকুল করা বেদনা
ভালোবাসো যদি কাছে এসো না
চেনা চেনা লাগে তবু অচেনা
ভালোবাসো যদি কাছে এসো না
তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা বেশে যেখানে এসে
অজানা বেশে যেখানে এসে
আধারে মেশে জোছনা
ভালোবাসো যদি কাছে এসো না
চেনা চেনা লাগে তবু অচেনা
ভালোবাসো যদি কাছে এসো না
Chena Chena lage tobu ochena của Shyamal Mitra - Lời bài hát & Các bản Cover