
chokher aloy dekhe celem
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে
অন্তরে আজ দেখব যখন
আলোক নাহি রে
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা
এখন তোমার আপন আলোয়
তোমায় চাহি রে
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে
তোমায় নিয়ে খেলেছিলেম
খেলার ঘরেতে
খেলার পুতুল ভেঙে গেছে
প্রলয় ঝড়েতে
তোমায় নিয়ে খেলেছিলেম
খেলার ঘরেতে
খেলার পুতুল ভেঙে গেছে
প্রলয় ঝড়েতে
থাক তবে সেই কেবল খেলা
হোক না এখন প্রাণের মেলা
তারের বীণা ভাঙল হৃদয়
বীণায় গাহি রে
চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে
chokher aloy dekhe celem của Shyamal Mitra - Lời bài hát & Các bản Cover