menu-iconlogo
huatong
huatong
Lời Bài Hát
Bản Ghi
মরে গেছে মন...

মরে গেছে আশা...

বোবা হয়ে গেছে...

বুকেরী ভাষা...

তোমার স্মৃতি পুড়ে ছাই হয়ে গেছে

নাই হয়ে গেছে ভালোবাসা

মরে গেছে মন...

মরে গেছে আশা...

বোবা হয়ে গেছে...

বুকেরী ভাষা...

তোমার স্মৃতি পুড়ে ছাই হয়ে গেছে

নাই হয়ে গেছে ভালোবাসা

মরে গেছে মন...

মরে গেছে আশা...

(তোমাকে অনেক মিস করি)

(আমাকে কি তোমার একটুও)

(মনে পরেনা) (AJ)

কি তোমার নাম,কি ঠিকানা

মনে নেই কিছু আর...

চলেছি কোথায়,পথ হারিয়ে

নিওনা পিছু আর....

কি তোমার নাম,কি ঠিকানা

মনে নেই কিছু আর...

চলেছি কোথায়,পথ হারিয়ে

নিওনা পিছু আর

বেথ্যায় এ মন মহাদেশ হয়ে গেছে

শেষ হয়ে গেছে ভালোবাসা

মরে গেছে মন...

মরে গেছে আশা...

বোবা হয়ে গেছে...

বুকেরী ভাষা...

তোমার স্মৃতি পুড়ে ছাই হয়ে গেছে

নাই হয়ে গেছে ভালোবাসা

মরে গেছে মন...

মরে গেছে আশা...

(আজ তোমার কথা অনেক মনে পরে)

(তোমার জন্যই গানটি আপলোড করলাম)

(আজও তোমায় ভুলতে পারিনি) (AJ)

আমি কি মৃত,না জীবিত

আজ তা বুঝিনা....

কোথা গেলো প্রাণ হাত বারিয়ে

তাও আজ খুজিনা...

আমি কি মৃত,না জীবিত

আজ তা বুঝিনা....

কোথা গেলো প্রাণ,হাত বারিয়ে

তাও আজ খুজিনা

জীবন হারিয়ে যাওয়া কুল হয়ে গেছে

ভুল হয়ে গেছে ভালোবাসা

মরে গেছে মন...

মরে গেছে আশা...

বোবা হয়ে গেছে...

বুকেরী ভাষা...

তোমার স্মৃতি পুড়ে ছাই হয়ে গেছে

নাই হয়ে গেছে ভালোবাসা

মরে গেছে মন...

মরে গেছে আশা...

বোবা হয়ে গেছে...

বুকেরী ভাষা...

তোমার স্মৃতি পুড়ে ছাই হয়ে গেছে

নাই হয়ে গেছে ভালোবাসা

মরে গেছে মন...

মরে গেছে আশা....

Bạn Có Thể Thích

More Geche Mon của Singer : Monir Khan More Geche Mon - Lời bài hát & Các bản Cover