menu-iconlogo
huatong
huatong
avatar

SEI BHALO SEI BHALO

Sivaji Chatterjeehuatong
altijdgezellighuatong
Lời Bài Hát
Bản Ghi
Rabindra Sangeet

সেই ভালো, সেই ভালো

আমারে না হয় না জানো।

সেই ভালো, সেই ভালো

দূরে গিয়ে নয় দুঃখ দেবে,

কাছে কেন লাজে লাজানো।।

সেই ভালো, সেই ভালো

আমারে না হয় না জানো

সেই ভালো সেই ভালো।

DIVINE SOUL

মোর বসন্তে লেগেছে তো সুর,

বেণু বন ছায়া হয়েছে মধুর

মোর বসন্তে লেগেছে তো সুর,

বেণু বন ছায়া হয়েছে মধুর

থাক না এমনি গন্ধে বিধুর

মিলনকুঞ্জ সাজানো।

সেই ভালো, সেই ভালো

আমারে না হয় না জানো।

সেই ভালো, সেই ভালো।

গোপনে দেখেছি তোমার

ব্যাকুল নয়নে ভাবের খেলা।

উতল আঁচল, এলোথেলো চুল,দেখেছি

ঝড়ের বেলা,গোপনে দেখেছি তোমার

তোমাতে আমাতে হয়নি যে কথা

মর্মে আমার আছে সে বারতা

তোমাতে আমাতে হয়নি যে কথা

মর্মে আমার আছে সে বারতা

না বলা বাণীর,না বলা বাণীর নিয়ে আকুলতা

আমার বাঁশিটি বাজানো।। সেই ভালো,সেই ভালো

আমারে না হয় না জানো,সেই ভালো,সেই ভালো

Nhiều Hơn Từ Sivaji Chatterjee

Xem tất cảlogo

Bạn Có Thể Thích