menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা,তুফান,Lage Uradhura,Let's Dance With SMA's Music Library..

SMA's Music Library..huatong
সবুজ_মন_SMA🎼🌱huatong
Lời Bài Hát
Bản Ghi
(লাগে উরা ধুরা,লাগে উরা ধুরা,

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা,)

Let's Dance With SMA.....

সজনী সজনী, তোমারে দেখিয়া

মাতাল হইয়া রাতের

ঘুম গেল উড়িয়া,

সোহাগ চাঁদ বদনী

ঘুঙুর পায়ে দিয়া

নাচো ও সখি তোমারে দেখি

পরাণও ভরিয়া

আগুন দেও লাগাইয়া

মনের ঠিকানায়

মামলা হইলে পরে

দেইখ্যা নিবো থানায়,

রইলে তোমার কাছে

মন লাগে ফুরফুরা

দেখো তোমার জন্য পাগল

জুয়ান থেকে বুড়া

(ও সখা গো ....

প্রেমে মোরে দিয়োনা ধরা,

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা

হবে গুড়া গুড়া)

তুমি কোন শহরের মাইয়া গো

(লাগে উরা ধুরা,)

তুমি কোন শহরের মাইয়া গো

(লাগে উরা ধুরা।)

তোমারে যে দেখলে পরে

তোমারে যে দেখলে পরে

পুরা মাথা ঘুরায় গো,

লাগে উরা ধুরা,

=== ===

SMA's Music Library.....

=== ===

লাগে উরা ধুরা

ঢেউ খেলানো চুলে

লাগে-উরা ধুরা

ঝুমকা কানের দুলে,

লাগে আউলা-ঝাউলা

রূপ দেইখ্যা তোমারি,

তুমি চাইলে তোমায় কিইনা দিমু

লাল ফেরারি গাড়ি।

রাতে স্বপ্নে তোমায়

ধরতে যাই জড়াইয়া

ভাঙে ঘুম সকালে

দিকবিদিক হারাইয়া,

রইলে তোমার কাছে

মন লাগে ফুরফুরা

দেখো তোমার জন্য পাগল

জুয়ান থেকে বুড়া

(ও সখা গো ....

প্রেমে মোরে দিয়োনা ধরা,

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুড়া গুড়া)

তুমি কোন শহরের মাইয়া গো

(লাগে উরা ধুরা,)

তুমি কোন শহরের মাইয়া গো

(লাগে উরা ধুরা।)

তোমারে যে দেখলে পরে

তোমারে যে দেখলে পরে

পুরা মাথা ঘুরায় গো,

লাগে উরা ধুরা।

(তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা ..

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা ..)

তুমি কোন শহরের মাইয়া গো

মাইয়া গো,মাইয়া গো

(লাগে উরা ধুরা ..

লাগে উরা ধুরা ..

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা ..)

=== ===

Nhiều Hơn Từ SMA's Music Library..

Xem tất cảlogo

Bạn Có Thể Thích