menu-iconlogo
huatong
huatong
avatar

Aha Chol kore jol ante/আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই,সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

SMA's Music Library...huatong
Parthasarathi_SMA🎼🌱huatong
Lời Bài Hát
Bản Ghi
আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আমি যমুনাতে যাই

আহা যমুনাতে যাই

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আমি যমুনাতে যাই

আহা যমুনাতে যাই

যমুনাতে যাই গো আমি,

যমুনাতে যাই গো আমি,

যাই গো যমুনায়

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আমি যমুনাতে যাই

আহা যমুনাতে যাই

যমুনাতে যাই গো আমি,

যমুনাতে যাই গো আমি,

যাই গো যমুনায়

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আমি যমুনাতে যাই

আহা যমুনাতে যাই।

কথা ও সুর : তপন সিংহ

চলচ্চিত্র : হারমোনিয়াম

ট্র‍্যাক শিল্পী : শ্রীমতী সরোজিনী ঘোষ

সে আছে দাঁড়িয়ে পথে

বাঁশিখানি নিয়ে হাতে

সে আছে দাঁড়িয়ে পথে

বাঁশিখানি নিয়ে হাতে

শেকল বেঁধে রাখে ঘরে

শেকল বেঁধে রাখে ঘরে

শেকল বেঁধে রাখে ঘরে আহা

শেকল ভেঙ্গে যাই

আমি শেকল ভেঙ্গে যাই

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আমি যমুনাতে যাই

আহা যমুনাতে যাই

যমুনাতে যাই গো আমি,

যমুনাতে যাই গো আমি,

যাই গো যমুনায়

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আমি যমুনাতে যাই

আহা যমুনাতে যাই।

কারাওকে মিউজিক ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

ছল চাতুরী করব যত

মিছের বোঝা বাড়ে তত

ছল চাতুরী করব... যত

মিছের বোঝা বাড়ে তত

মনে ভাবি যাব না আর

মনে ভাবি যাব না আর

মনে ভাবি যাব না আর, আহা

টেনে নিয়ে যায়

বাঁশি টেনে নিয়ে যায়

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আমি যমুনাতে যাই

আহা যমুনাতে যাই

যমুনাতে যাই গো আমি,

যমুনাতে যাই গো আমি,

যাই গো যমুনায়

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আমি যমুনাতে যাই

আহা যমুনাতে যাই।

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই

আহা ছল করে জল আনতে আমি

যমুনাতে যাই....

————–

Nhiều Hơn Từ SMA's Music Library...

Xem tất cảlogo

Bạn Có Thể Thích