
Olo Shoi
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে
তোদের মতন মনের কথা কই
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে
তোদের মতন মনের কথা কই
ছড়িয়ে দিয়ে পা দু'খানি
কোণে বসে কানাকানি
ছড়িয়ে দিয়ে পা দু'খানি
কোণে বসে কানাকানি
কভু হেসে, কভু কেঁদে
চেয়ে বসে রই
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে
তোদের মতন মনের কথা কই
ওলো সই, ওলো সই
তোদের আছে মনের কথা
আমার আছে কই?
তোদের আছে মনের কথা
আমার আছে কই?
আমি কি বলিবো কার কথা
কোন সুখ, কোন ব্যথা
কি বলিবো কার কথা
কোন সুখ, কোন ব্যথা
নাই কথা
তবু সাধ শত কথা কই
আমার নাই কথা
তবু সাধ শত কথা কই
ওলো সই, ওলো সই
তোদের এত কি বলিবার আছে
ভেবে অবাক হই
তোদের এত কি বলিবার আছে
ভেবে অবাক হই
আমি একা বসি সন্ধ্যা হলে
আপনি ভাসি নয়নজলে
একা বসি সন্ধ্যা হলে
আপনি ভাসি নয়নজলে
কারণ কেহ সুধাইলে
নীরব হয়ে রই
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে
তোদের মতন মনের কথা কই
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে
তোদের মতন মনের কথা কই
Olo Shoi của Somlata Acharyya Chowdhury - Lời bài hát & Các bản Cover