menu-iconlogo
huatong
huatong
avatar

Eito Sedin

Souls 90shuatong
🍁Ahsan_GP🍁𝕾𝖆𝖒'𝖘🎶🇧🇩huatong
Lời Bài Hát
Bản Ghi
এই তো সেদিন মেঘের সুরভি

ছড়িয়ে দিয়ে হৃদয়ের অনলে

ভালোলাগার বাধন ছিড়ে

কোন অজানায় আজ হারালে

স্মৃতিগুলো ছবি হয়ে

হৃদয় পটে রয়েছে আকা

স্বপ্নই যদি হবে সব

কেন মিছে ঘুম ভাঙালে

এই তো সেদিন মেঘের সুরভি

ছড়িয়ে দিয়ে হৃদয়ের অনলে

ভালোলাগার বাধন ছিড়ে

কোন অজানায় আজ হারালে

গল্পের মতো এক বিকেলে

আলতো করে ছুয়ে গেলে

এখনো সেই ছোয়া আছে

লুকিয়েছো কোন আড়ালে

এই তো সেদিন মেঘের সুরভি

ছড়িয়ে দিয়ে হৃদয়ের অনলে

ভালোলাগার বাধন ছিড়ে

কোন অজানায় আজ হারালে

Bạn Có Thể Thích