aj din katuk gane by souls
ALi_______
রোদ জলা কোন এক নির্জন দুপুরে
পলাতক প্রেম এসে বললো হঠাৎ করে
রোদ জলা কোন এক নির্জন দুপুরে
পলাতক প্রেম এসে বললো হঠাৎ করে
নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে
নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে
আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে
আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে
ALi_______
দুঃস্বপ্নের কবিতা পড়ে
পিছুটান আমায় শোনালো
মিথ্যে মোহের খেয়ালি আশায়
আহবান আমায় জানালো
নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে
নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে
আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে
আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে
ALi_______
রাত জাগা অভিমান স্বপ্ন দেখেছে
প্রতারক সুখ নাকি বলছে কাছে এসে
রোদ জলা কোন এক নির্জন দুপুরে
পলাতক প্রেম এসে বললো হঠাৎ করে
নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে
নস্ট অতীতকে জানাও বিদায় রেখো না মনে
আজ দিন কাটুক গানে,আজ দিন কাটুক গানে