menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Mukhorito Jiboner

Soulshuatong
pedrosotxihuatong
Lời Bài Hát
Bản Ghi
এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

Group of Super Voice

ঝিনুক শামুকে ভরা বালুচরে

ঢেউয়ের সাথে নেচেছি

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি।

ঝিনুক শামুকে ভরা বালুচরে

ঢেউয়ের সাথে নেচেছি

রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা

সৈকতে ফেলে এসেছি।

ওরে ছুটে যাই চল সেই সাগর তীরে

ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।

ওরে ছুটে যাই চল সেই সাগর তীরে

ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

Group of Super Voice

রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ডুলো ডুলো আঁখিতে আবির মেখে

স্বপ্নের জাল বুনেছি।

রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে

মজার গল্প কত শুনেছি,

ডুলো ডুলো আঁখিতে আবির মেখে

স্বপ্নের জাল বুনেছি।

ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে

ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।

ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে

ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

এই মুখরিত জীবনের চলার বাঁকে

অজানা হাজার কত কাজের ভিড়ে

ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

সুর তোলে আজও এই মনকে ঘিরে।

Nhiều Hơn Từ Souls

Xem tất cảlogo

Bạn Có Thể Thích