menu-iconlogo
huatong
huatong
avatar

Eto Sur Aar Eto Gaan

Srikanto Acharyahuatong
snehasish🇮🇳ILM🎶huatong
Lời Bài Hát
Bản Ghi
এত সুর আর এত গান

যদি কোনদিন থেমে যায়

সেইদিন তুমিও তো ওগো

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান

কতদিন আর এ জীবন

কত আর এ মধু লগন

কতদিন আর এ জীবন

কত আর এ মধু লগন

তবুও তো পেয়েছি তোমায়

তবুও তো পেয়েছি তোমায়

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান

আমি তো গেয়েছি সেই গান

যে গানে দিয়েছি এ প্রাণ

আমি তো গেয়েছি সেই গান

যে গানে দিয়েছি এ প্রাণ

ক্ষতি নেই আজ কিছু আর

ভুলেছি যত কিছু তার

ক্ষতি নেই আজ কিছু আর

ভুলেছি যত কিছু তার

এ জীবনে সবই যে হারায়

এ জীবনে সবই যে হারায়

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান

যদি কোনদিন থেমে যায়

সেইদিন তুমিও তো ওগো

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান

Nhiều Hơn Từ Srikanto Acharya

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Eto Sur Aar Eto Gaan của Srikanto Acharya - Lời bài hát & Các bản Cover