menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Akash Natun Batas Natun - HQ

Subhadip_Stkhuatong
꧁Subhadip_Stk™huatong
Lời Bài Hát
Bản Ghi
Song: Ey Akash Notun Batash Notun

Singer: Arati Mukhopadhyay

Track: Stk Stereo™

❤️===♪♪♪♪===❤️

এই আকাশ নতুন,বাতাস নতুন সবই তোমার জন্য

চোখের নতুন চাওয়া দিয়েকরলে আমায় ধন্য

এই আকাশ নতুন,বাতাস নতুন সবই তোমার জন্য

চোখের নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য।

ᴛʀᴀᴄᴋ: sᴜʙʜᴀᴅɪᴘ ʜǫ™

ғᴏʟʟᴏᴡ: @sᴜʙʜᴀᴅɪᴘ_sᴛᴋ

যেদিকে তাকাই-মনে হয় তাই,

যেদিকে তাকাই-মনে হয় তাই,

পুরনো এই পৃথিবীটা অনেক যেন অন্য

চোখের নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য।

✨ᴜᴘʟᴏᴀᴅᴇᴅ ʙʏ ᴅᴏᴅᴏ✨

ভাললাগার পরিধী আজ সীমানাহীন

বহু রাত্রি-পেরিয়ে এল দিনের মত দিন..।

♪♪💘♪♪

সারাটি সময় শুধুই মনে হয়

সারাটি সময় শুধুই মনে হয়

সবার মাঝে ছড়ালো কে প্রাণেরই তারুণ্য।

চোখের নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য।

এই আকাশ নতুন,বাতাস নতুন সবই তোমার জন্য

চোখের নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য।

চোখের নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য।

চোখের নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য..।

✨===The End===✨

Nhiều Hơn Từ Subhadip_Stk

Xem tất cảlogo

Bạn Có Thể Thích