কন্ঠঃ সাগর দেওয়ান ও
আরিফ দেওয়ান
কথা ও সুরঃ খালেক দেওয়ান
আপলোডঃ শুভ (MMS Family)
মা লো মা...
ঝি লো ঝি...
বইন লো বইন...
করলাম কী...
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে...
(কালীর নয়ন জলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়ন জলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
আর কোথায় রে মা মনসা
তোমায় প্রণাম জানাই
কালীর নয়ন জলে...)
মা লো মা... ঝি লো ঝি
বইন লো বইন আমি করলাম কী
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা... ঝি লো ঝি
বইন লো বইন আমি করলাম কী
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
ছিলাম শিশু ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা
সদাই থাকিতাম মায়ের সঙ্গে...
ছিলাম শিশু ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা
সদাই থাকিতাম মায়ের সঙ্গে
আমার দেহেতে আইলো জুয়ানি
উজান বহে গাঙ্গের পানি...
ওই কামিনী বসিলো ভাব অঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা... ঝি লো ঝি
ও বইন লো বইন আমি করলাম কী
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা... ঝি লো ঝি
ও বইন লো বইন আমি করলাম কী
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
(আছেন ভালো গানের মাস্টার
সালামও জানাই
কালীর নয়ন জলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়ন জলে
ভাই…
এই এই যে এদিকে
ও… বড় ভাই
এই উপরওয়ালা পাঠাইছে
মায়েরই কোলে
বুঝি নাই দুনিয়াতে
কি খেলা চলে
সবাইতো আদর করতো
ও লে লে লে লে
যৌবন যায় ঝাউ বনেতে
সংসারের ছলে
আমার রঙিন দুনিয়ায়
কি আর সাদা কালা চলে
ডাইলের মজা তলে
যদি ভালো মতন গলে
ঠিক মতো বাইতে পারলে
ভাঙ্গা নৌকাও চলে
ভাইয়া সাঁতার না জানা থাকলে
ডুইবা মরবেন জলে
হুম আপনি কি ভাবতেছেন ভাই
আপনার নৌকায় লিক আছে
আমি তো দেখতাছি ভাই
আপনার নৌকা ঠিক আছে
জীবনের চলার পথে
নাই নাই ভি দিক আছে
সঠিক দিক যাইতে পারলে
সুন্দর একটা দ্বীপ আছে
দুনিয়া ঘুরতাছে
কে ঘুরায় খুঁজতে হইবো
বিষয়টা বুঝতে হইবো
খাইয়া মুখ মুছতে হইবো
জীবনের তরী বাইয়া
জায়গা মতো যাইতে হইবো
তরিকা সবারই এক
ভাঙ্গা নৌকা বাইতে হইবো
দুনিয়ায় আইছি কিছুই
ছিল না অঙ্গে
ভালো কাজ ছাড়া কিছু
যাইবো না সঙ্গে
দেওয়ান ভাই দেওয়ানা
হইয়া দেখি কান্দে
রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইছে গাঙ্গে
রঙ্গে রঙ্গে ভাঙ্গা নৌকা
ভাই আপনিই গান...)
ছিলাম জোয়ান হইছি বুড়া
লইড়া গেছে বাঁকা গোড়া
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে…
ছিলাম জোয়ান হইছি বুড়া
লইড়া গেছে বাঁকা গোড়া
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে
ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে
চিন্তা করো আপন মনে...
মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা... ঝি লো ঝি
ও বইন লো বইন
আমি করলাম কী
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা... ঝি লো ঝি
ও বইন লো বইন
আমি করলাম কী
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
(কালীর নয়ন জলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়ন জলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
গানটা আমার ইতিমধ্যে
শেষ করিয়া যাই
কালীর নয়ন জলে…)