menu-iconlogo
huatong
huatong
subir-nandi--cover-image

আকাশের হাতে আছে একরাশি নীল

Subir Nandihuatong
mr_nilbusterhuatong
Lời Bài Hát
Bản Ghi
আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাশের আছে কিছু গন্ধ,

রাত্রির গায়ে জ্বলে জোনাকী

তটিনীর বুকে মৃদু ছন্দ।

আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাশের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জোনাকী

তটিনীর বুকে মৃদু ছন্দ।

আমার দু'হাত শুধু রিক্ত,

আমার এ চোখ জ্বলে সিক্ত,

বুকভরা নীরবতা নিয়ে অকারন,

বুকভরা নীরবতা নিয়ে অকারন

আমার দুয়ার হলো বন্ধ।

আকাশের হাতে আছে একরাশ নীল,

বাতাশের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জোনাকী

তটিনীর বুকে মৃদু ছন্দ।

ভেবেতো পাইনি আমি,কি হলো আমার

লজ্জা প্রহরে কেন,খোলে নাকো দ্বার

ভেবেতো পাইনি আমি,কি হলো আমার

লজ্জা প্রহরে কেন,খোলে নাকো দ্বার..

বুঝিনা কেমন করে বলবো

খেয়ালে কতই ভেসে চলবো

বলি বলি করে শুধু বলা হলোনা

বলি বলি করে শুধু বলা হলোনা

জানিনা কিসের এত দন্ধ।

আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাশের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জোনাকী

তটিনীর বুকে মৃদু ছন্দ।

আকাশের হাতে আছে একরাশ নীল

বাতাশের আছে কিছু গন্ধ

রাত্রির গায়ে জ্বলে জেনাকী

তটিনীর বুকে মৃদু ছন্দ।

সমাপ্ত

Nhiều Hơn Từ Subir Nandi

Xem tất cảlogo

Bạn Có Thể Thích