menu-iconlogo
huatong
huatong
avatar

আশা ছিল মনে মনে

Subir Nandihuatong
ZidQatarhuatong
Lời Bài Hát
Bản Ghi
হো........হো.........

Orient_Singer_Site

ROOM ID: 117433 & 121563

আশা ছিল মনে মনে

প্রেম করিমু তোমার শনে

তোমায় নিয়ে ঘর বাধিমু

গহিন বালুর চরে গো,গহিন বালুরচরে

আশা ছিল মনে মনে

ROOM ID: 117433 & 121563

সেই ঘরেতে তোমার আমার

মধুর মিলন হইতো

তোমার শাড়ীর আঁচলেতে

পরান বান্ধা রইতো

রঙিন কাঁতায় থাকতাম শুইয়া

তোমায় বুকে লইয়া

চাদের আলোয় রাত পোহাইতাম

কথা কইয়া কইয়া

সেই সুখের সপন চোখে ভাসে

পরান উদাস করে গো

গহিন বালুর চরে

আশা ছিল মনে মনে

ROOM ID: 117433 & 121563

তোমার প্রেমের একটু পরশ

গায়ে যদি লাগতো

ব্যাথায় পোড়া বুকেতে এক

সুখের সাগর জাগতো

তোমার কথা, ভাইবা মরি

নৌকা বাইতে বাইতে

কানা কড়ি চাইনা আহার

তোমারে চাই পাইতে

সেই বালুর চরে, কাটতো জীবন

মরনেরো পরে গো,

গহিন বালুর চরে

আশা ছিল মনে মনে

প্রেম করিমু তোমার শনে

তোমায় নিয়ে ঘর বাধিমু

গহিন বালুরচরে গো,গহিন বালুরচরে

আশা ছিল মনে মনে

আশা ছিল মনে মনে

ROOM ID: 117433 & 121563

***** ধন্যবাদ *****

Nhiều Hơn Từ Subir Nandi

Xem tất cảlogo

Bạn Có Thể Thích