menu-iconlogo
huatong
huatong
avatar

Gaibo Na Aar Kono Gan Male Part - Kanta's Library

Sumon/Anilahuatong
Singing_Lover_🎤🎤🎤🎤🎤🎤huatong
Lời Bài Hát
Bản Ghi
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো (নিয়ে নিতে পারো)

লেখা কবিতা, গাওয়া গান যত

খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মতো

মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত

গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া

লিখবো না আমি আর তুমিহীনা কবিতা

দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো

লেখা কবিতা, গাওয়া গান যত

খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত

মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত

গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া

লিখবো না আমি আর তুমিহীনা কবিতা

নিজেকে আমি বুঝিনি কখনও

ছিলেনা যখন আস নি তখনও

এলে শেখালে, অজানা যা ছিল মন

আমার মাঝে আজ আমি আলোকিত

নিজেকে আমি বুঝিনি কখনও

ছিলেনা যখন আসনি তখনও

এলে শেখালে, অজানা যা ছিল মন

আমার মাঝে আজ আমি আলোকিত

গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া

লিখবো না আমি আর তুমিহীনা কবিতা

গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া

লিখবো না আমি আর তুমিহীনা কবিতা

গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া

লিখবো না আমি আর তুমিহীনা কবিতা

Nhiều Hơn Từ Sumon/Anila

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

Gaibo Na Aar Kono Gan Male Part - Kanta's Library của Sumon/Anila - Lời bài hát & Các bản Cover