হো,এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
Uploaded by 🌷BIPU🌷SMW🌷121457🌷
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সব আয়োজন ভেংগে দিলে...
ভেংগে দিলে
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে...
তুমি কেমন করে
সব আয়োজন ভেংগে দিলে
ভেংগে দিলে
Uploaded by 🌷BIPU🌷SMW🌷121457🌷
তুমি তো খুব সহজেই
ভালবাসা দিলে জলাঞ্জলি
বল তো এখন আমি
দুখ গুলো কারে বলি
ভালবাসার এ আগুনে পুড়তে হবে তিলে তিলে
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে....
তুমি কেমন করে
সব আয়োজন ভেংগে দিলে....
ভেংগে দিলে
Uploaded by 🌷BIPU🌷SMW🌷121457🌷
তুমি তো মন ছুঁয়েছ
মনের মাঝে দিয়ে সপ্ন আসা
বল তো কেমন করে
ভুলব তোমার ভালবাসা
বেচে থাকার আসাগুলো
কেন তুমি কেরে নিলে...
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে....
তুমি কেমন করে
সব আয়োজন ভেংগে দিলে.....
ভেংগে দিলে
এতটা দিন এতো বছর ধরে
যে সপ্ন নিয়ে আমি বেচে আছি
তুমি কেমন করে
তুমি কেমন করে
সব আয়োজন ভেংগে দিলে
ভেংগে দিলে
🌺🌺Thank you🌺🌺