menu-iconlogo
logo

ভালোবেসে যদি সুখ নাহি

logo
avatar
Susmitalogo
💦🧡𝔸-ℝ𝔸ℍ𝕀𝕄🧡💦💞🇨u200b🇧u200b🇲u200blogo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát

A/RAHIM ##

#CHANDRABINDU MUSIC FAMILY#

ভালোবেসে যদি সুখ নাহি

তবে কেন,

তবে কেন মিছে ভালোবাসা।

ভালোবেসে যদি সুখ নাহি

মন দিয়ে মন পেতে চাহি।

মন দিয়ে মন পেতে চাহি।

ওগো কেন,

ওগো কেন মিছে এ দুরাশা।

ভালোবেসে যদি সুখ নাহি

A/RAHIM ##

#CHANDRABINDU MUSIC FAMILY#

হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,

নয়নে সাজায়ে মায়া-মরীচিকা,

শুধু ঘুরে মরি মরুভূমে।

শুধু ঘুরে মরি মরুভূমে।

ওগো কেন,

ওগো কেন মিছে এ পিপাসা।

ভালোবেসে যদি সুখ নাহি

তবে কেন,

তবে কেন মিছে ভালোবাসা।

ভালোবেসে যদি সুখ নাহি

A/RAHIM ##

#CHANDRABINDU MUSIC FAMILY#

আপনি যে আছে আপনার কাছে,

নিখিল জগতে কী অভাব আছে।

আপনি যে আছে আপনার কাছে,

নিখিল জগতে কী অভাব আছে।

আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,

কোকিল-কূজিত কুঞ্জ।

বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,

এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়

বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,

এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়

জীবন যৌবন গ্রাসে।

তবে কেন,

তবে কেন মিছে এ কুয়াশা।

ভালোবেসে যদি সুখ নাহি

তবে কেন,

তবে কেন মিছে ভালোবাসা।

ভালোবেসে যদি সুখ নাহি

A/RAHIM ##

#CHANDRABINDU MUSIC FAMILY#

ভালোবেসে যদি সুখ নাহি của Susmita - Lời bài hát & Các bản Cover